Calcutta time : “দেশে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছেন। ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরকে সোজা করে দিয়েছেন”। NHRC-র রিপোর্টকে হাতিয়ার করে রাজ্য সরকার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন, “জাতীয় মানবাধিকার কমিশনকে তো আমরা আবেদন করে আনিনি। কোর্ট পাঠিয়েছে। রিপোর্টটা দেখলেন তো”।
ভোট পরবর্তী হিংসা অভিযোগ খতিয়ে দেখে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় মানবাধিকার কমিশন। রিপোর্টে দাবি, রাজ্যে ভোট পরবর্তী হিংসা ঠেকাতে প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। এমনকী, শাসকদলের নেতা-মন্ত্রীদের নামসহ কুখ্যাত দুষ্কৃতীদের তালিকাও জমা পড়েছে হাইকোর্টে।
এছাড়াও এদিন শুভেন্দু অধিকারী বলেন, “অনেক গুন্ডার নাম বাদ চলে গিয়েছে। অনেক দলদাস পুলিশের নাম বাদ চলে গিয়েছে। আমার আগামীদিনে বলব”। সঙ্গে রাজ্য সরকারকে হুঁশিয়ারি, “ভেবেছিলেন যা খুশি করব! দেশে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছেন। আপনারা একটা প্রদেশে আছেন। ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরকে সোজা করে দিয়েছেন। ডাললেকের ধারে এখন তেরঙ্গা পতাকাগুলি ঝুলে, সবুজ পতাকা দেখা যায় না”।
মনে করিয়ে দেন, “আমাদের সংবিধান আইনের শাসনের উপর দাঁড়িয়ে আছে। আর রিপোর্টে এক নম্বর লাইনে লেখা আছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন”!!