Calcutta time : বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম ঘোষণা হতেই ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি বিধায়করা। সেই ইস্যুতেই এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, সরকার এবং বিরোধী দুই ভূমিকাই পালন করতে চাইছে রাজ্য। সব কেলেঙ্কারির অভিযোগ চাপা দিতেই এই ব্যবস্থা বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “সরকার সব ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছে। যাতে সামান্যতম প্রশ্ন কেউ তুলতে না পারে, তার ব্যবস্থা করতে চাইছে। সরকার ও বিরোধী দুটি ভূমিকাই করতে চাইছেন। সরকারের কুকীর্তি যাতে সামনে না আসে তার জন্য এই ব্যবস্থা।” চেয়ারম্যান পদে মুকুলের নাম ঘোষণার প্রসঙ্গে দিলীপের বক্তব্য, “এতদিন বিরোধীরা যে নাম পাঠাত, সেখান থেকেই চেয়ারম্যান করা হত। আমরা যে নাম পাঠিয়েছি তার থেকে করা হয়নি। সরকার আমাদের সহযোগিতা চায় না। তাই বিরোধীর ভুমিকা আমরা ভালো করে পালন করব।”

এছাড়াও এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূল যত পারে ক্ষমতা ভোগ করে নিক। এটাই ‘ওদের’ শেষ টার্ম বলে দাবি শুভেন্দুর।”

শুভেন্দুর সাফ কথা, “সরকারের যেমন খরচ করার অধিকার রয়েছে, তেমনই বিরোধীদের অধিকার রয়েছে সেই খরচের খতিয়ান খতিয়ে দেখার। সেই মতো রাজ্যের খরচ খতিয়ে দেখে বিরোধীরা। কিন্তু এই প্রথম কোনও গণতন্ত্রে বিরোধীদের এমনটা হচ্ছে, যেখানে বিরোধীদের পক্ষ থেকে পিএসির চেয়ারম্যান করা হচ্ছে না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here