Calcutta time : এবার নৈহাটি স্টেশনের নাম পরিবর্তন দাবি উঠল। পরিবর্তনে বঙ্কিমনগর রাখা দাবি তোলা হয়েছে। সোমবার নৈহাটি স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের ওপরে সাহিত্য সম্রাটের মূর্তিতে মাল্যদান করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়।

এদিন এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র জন্মউৎসব উদযাপন কমিটি। এরপরই সাহিত্য সম্রাটের জন্মদিন পালনের মধ্যে দিয়ে দাবি উঠলো, বঙ্কিমচন্দ্রের নামে ট্রেন চালানো হোক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামেই করা হোক নৈহাটি স্টেশনের নামকরণ। পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে গত ২৬শে জুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মদিন পালন করা হয়েছে বঙ্কিম গবেষণা কেন্দ্রে।

উল্লেখ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নৈহাটির কাঠালপাড়ায় জন্ম হয়েছিল ১৮৩৮ সালে। ১৮৬৬ সালে তাঁর ওই বাড়ির বাগানে বৈঠকখানার ঘর বানিয়েছিলেন তিনি। এখান থেকেই তিনি লিখেছেন ‘কৃষ্ণকান্তের উইল’। এছাড়াও নৈহাটির সাথে বঙ্কিম চন্দ্রের স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত। তাই এবার নৈহাটি স্টেশনের নাম পরিবর্তনের দাবি করলো, ঋষি বঙ্কিম জন্মউৎসব উদযাপন কমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here