Calcutta time : এবার একেবারেই অন্য লুকে দেখা যাবে সাংসদ মহুয়া মৈত্রকে। শুধু লুক বললে ভুল হবে অন্য মেজাজেও। ‘প্যাশন, পাওয়ার, পলিটিক্স’। ক্যাপশনের পাশেই সুন্দর ছবিতে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে মহুয়া মৈত্রকে। তিনি কিন্তু মন্তব্য, তৃণমূল সাংসদ হিসাবে তাক লাগিয়েছেন দর্শকদের । এবার একেবারেই অন্য রকম সাজের জন্য সকলকে তাক লাগিয়ে দিলেন তিনি।
সাধারণত হালকা রঙের এয়ার হোস্টেজ প্রিন্টেড ব্লাউজ এবং সুতির শাড়িতে ছিমছাম সাজেই দেখা যায় মহুয়া মৈত্রকে। কিন্তু এবার পুরোদস্তুর ডিজাইনার পায়েল খণ্ডওয়ালার হাতে বোনা সিল্কের শাড়ি এবং মেটালিক হাই-নেক ব্লাউজে একদম গ্ল্যামারাস অবতারে দেখা গেল তাঁকে।
হালকা মেকআপ, লাল টিপ আর অলংকার বর্জিত সাজে মেতেছেন মহুয়া। কালার ব্লক করা মেটালিক স্ট্রাইপ দেওয়া শাড়ি তাঁর সৌন্দর্যে অভিজাত ছোঁয়া এনে দিয়েছে। এই সাজের সঙ্গে গয়না বা অন্য কোনও অ্যাকসেসরি পরেননি মহুয়া। খুঁজে না পাওয়া যায় এমন ছোট্ট স্টাড-পরেছেন কানে।