Calcutta time : ফের টুইটারকে নয়া ডিজিটাল আইন মেনে নেওয়ার জন্য নোটিশ দিলো কেন্দ্র। গুরুতর কোনো পদক্ষেপ নেওয়ার শেষবারের মতো সাবধানবাণী কেন্দ্রের। এবার আইন অমান্য করলে কড়া শাস্তির সম্মুখীন হতে হবে এই সংস্থাকে। গুগুল, ইউটিউব ও ফেসবুক সহ একাধিক সোশ্যাল মিডিয়া আগেই মেনে নিয়েছে এই নতুন নির্দেশিকা। কিন্তু টুইটার নয়া ডিজিটাল আইন অগ্রাহ্য করে কেন্দ্রের সংঘাতের মুখে পড়ে। এবার সেই সংঘাতে ঘৃতাহুতি দিয়ে টুইটারকে চূড়ান্ত নোটিশ পাঠালো কেন্দ্র। শনিবার ভারতে টুইটারের ডেপুটি জেনারেল কাউন্সিলর জিম বেকারকে চিঠি দিয়েছেন ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সাইবার বিভাগের গ্ৰুপ কোঅর্ডিনেটর রাকেশ মাহেশরী।চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, বারংবার মন্ত্রকের চিঠি দেওয়া সত্ত্বেও নয়া ডিজিটাল আইন অমান্য করার কোনো সংগতিপূর্ণ ব্যাখ্যা দিতে পারেনি টুইটার। এই নয়া আইনে ভারতের বাক স্বাধীনতার অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ টুইটারের। মূলত এই অভিযোগের প্রেক্ষিতেই কেন্দ্রের সঙ্গে সংঘাত টুইটারের। কেন্দ্র অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে অন্যদের মতো টুইটারকেও মেনে নিতে হবে এই নয়া নির্দেশিকা, নতুবা আইনের কড়া দণ্ডবিধির সম্মুখীন হতে হবে সংস্থাকে।
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সকালে হঠাৎই উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর অ্যাকাউন্ট থেকে ব্লুটিক সরিয়ে ফেলে টুইটার। টুইটার এক্ষেত্রে ৬ মাস যাবৎ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকার কারণ দেখিয়েছে। পরে অবশ্য কেন্দ্রের মধ্যস্থতায় তা ফিরিয়ে দেওয়া হয়। এদিন বেলার দিকে একই ঘটনা ঘটে আরএসএস প্রধান মোহন ভগবত সহ আরও চার নেতার সঙ্গে।