Calcutta time : একেই করোনার সাথে লড়াই করছে গোটা দেশ তথা রাজ্য। তার ওপর আবার লকদউন। এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। তাই দিশেহারা হয়ে অনেকেই আত্মহত্যার মতো ভুল কাজ করে ফেলছে।

এবার তেমনি দৃশ্য দেখা গেল উত্তর ২৪ পরগনার সোদপুরে। নিজের সন্তানকে খুনে করে আত্মঘাতী হলো দম্পতি। জানা যায়, চরম আর্থিক অনটনের জের। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

সূত্রের খবর, ‘সোদপুরের বসাক বাগানের বাসিন্দা সমীর গুহ। পেশায় রেডিমেড ব্যবসায়ী তিনি। আগে খুব একটা অসুবিধা না থাকলেও রাজ্যে করোনার থাবা বসানোর পর থেকে ব্যবসায় মন্দা। ফলে ব্যবসার অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছিল। দিনে দুমুঠো খাবার জোটাতে কার্যত দায় হয়ে দাঁড়িয়েছিল তাঁদের কাছে। প্রতিবেশীরা গুহবাড়ি থেকে দুর্গন্ধ পাওয়া মাত্রই সন্দেহ হয় তাঁদের। তারপরই খবর দেওয়া হয় খড়দহ থানায়। ইতিমধ্যে পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here