Calcutta time : এই করোনা পরিস্থিতিতে কাজ বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে অনেকেই। তবে, এবার কোভিড বিধি মেনে অনেক দোকান খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ অর্থাৎ বৃহস্পতিবার বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, সমস্ত কোভিড বিধি মেনে বিকেল ৫টা – রাত ৮টা পর্যন্ত হোটেল ও রেস্তোরাঁ খোলা রাখা যাবে। তবে কর্মীদের আগে টিকা দিতে হবে।
হোটেল ও রেস্তোরাঁগুলিকে অনলাইনে ব্যবসা বাড়ানোর পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, তাতেও ব্যবসা হচ্ছে না শুনে মুখ্যমন্ত্রী বলেন, ”আমরা মিষ্টির দোকানগুলিকে ১০ থেকে ৫টা ছাড় দিই। কর্মীদের টিকাকরণ করে আপনারাও খুলতে পারেন।” এছাড়াও তিনি জানান, “৫ থেকে ৮টা করে দাও। তাঁদের দূরত্ববিধি, মাথায় টুপি ও হাতে গ্লাভস পরে কাজ করতে হবে। ওঁরা যাতে অসুস্থ হয়ে না পড়ে। তাঁদের সুরক্ষার দায়িত্ব আপনাদের নিতে হবে।”
খুচরো দোকানগুলি ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলার ছাড়পত্র দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা আরও ১ ঘণ্টা বাড়ল। পরের ধাপে ১২ থেকে ৪ পর্যন্ত খুচরো দোকান খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
 
			