Calcutta time : বেশ কিছুদিন আগেই এক টুইটে শ্যামনগরের এক বাসিন্দা রীতা লেখেন, ”রাজদা আমি রীতা মজুমদার। আমার বাড়ি শ্যামনগর। ২ মাস ধরে আমার আর বরের কোনও কাজ নেই। আমরা ভাড়া বাড়ি থাকি। আমাদের একজনের জন্য দয়া করে যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। কারণ আমরা ভাড়া বাড়ি থাকি, অনেক মাসের ভাড়া বাকি পড়ে গেছে দিতে পারছি না।”
তাকে ফেরালেন না রাজ। এরপরই ভাগ্যবশত ‘রীতার এই টুইটে পাল্টা উত্তর দিলেন রাজ চক্রবর্তীর। তিনি লেখেন, ” রীতা, আমি তোমার বিষয়টা তোমাদের বিধায়ক সোমনাথ শ্যামদা কে বলেছি, উনি খুব ভালো মানুষ। উনি বলেছেন দেখে নিচ্ছেন।”