Calcutta time : কোভিড পরিস্থিতিতে বাতিল করা হলো CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বড়ো সিদ্ধান্ত নিলো মোদী সরকার। এদিন টুইট করে সেকথায় জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে পড়ুয়াদের কিসের ভিত্তিতে নম্বর দেওয়া হবে? তা নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল অসুস্থতার কারণে তাঁর পরিবর্তে CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সংক্রান্ত আলোচনায় বসেন খোদ প্রধানমন্ত্রী। সেখানে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বর্তমানে করোনার বারবাড়ন্তে ছাএ-ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে আসেন মোদী। এর আগে এই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষাও বাতিল করা হয়।
উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ বুধবার রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্যদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।