Calcutta time : ভোটের ফলপ্রকাশের পর থেকেই বিজেপিতে থাকতে নারাজ সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাসরা। এরই মধ্যে ফেসবুকে শুভ্রাংশু রায়ের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে বঙ্গে জল্পনা। সবার প্রশ্ন একটাই। তবে কি এবার শুভ্রাংশু রায়ও তৃণমূলে যাচ্ছে?
শুক্রবার ফেসবুকে বীজপুরের বিজেপি প্রার্থী লিখেছেন,”জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে, আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন।”
মাত্র দুটি লাইন কিন্তু শুভ্রাংশু ঠিক কি বোঝাতে চেয়েছেন তা প্রত্যেকেই ধারণা করে ফেলছে।প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের নতুন সরকার আসার পর নারদকাণ্ডে তৎপর হয়ে ওঠে সিবিআই। গ্রেফতার করা হয় তৃণমূলের ৩ বিধায়ক ও প্রাক্তন নেতাকে। শুক্রবার প্রধানমন্ত্রীর ইয়াস-পর্যালোচনা বৈঠকে মমতা অংশ না নেওয়ায় টুইটারে আক্রমণের ঝড় তুলেছেন অমিত শাহ, জেপি নাড্ডা থেকে অন্যান্য বিজেপি নেতারা। রাতেই আবার মুখ্যসচিবের বদলি। এসব দিকেই ইঙ্গিত দিয়ে শুভ্রাংশু পোস্ট করেছেন বলে মনে করছেন অনেকেই।