Calcutta time : ফের বারাকপুরের বিধায়ক রাজের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ ”গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়” তিনি। বারাকপুরের এক যুবক বাড়িতে জল জমায় সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ করেন। তবে এই সমালোচনার রাজের কাছে পৌঁছাতে তাঁদের সাহায্যে তৎপর হন তিনি। ওই সমালোচকের বাড়িতে যান। কথা বলেন। সঙ্গে শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দেন। আর এই গোটা ঘটনা বিধায়ক নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেন।

একুশের ভোটে ঘাস ফুল থেকে বারাকপুরে দাঁড়িয়েছিলেন তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। বিপুল ভোটে জয়ীও হন। হয়েছেন বারাকপুরে বর্তমান বিধায়ক। আর এরপর থেকে তাঁর বিরুদ্ধে না না দিক থেকে অভিযোগ ওঠে তিনি ‘ মানুষের জন্য কাজ ‘ করছেন না। তবুও সমস্ত অভিযোগ মিথ্যে করতে অবিরাম কাজ করে চলেছেন বিধায়ক রাজ।পাশে দাঁড়িয়েছেন বারাকপুরবাসীর।

উল্লেখ্য, ইতিমধ্যে বারাকপুরের প্রতিটি বাড়িতে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠাবেন রাজ। সঙ্গে ওই চিঠিতে থাকবে ফোন নম্বর। যাতে যেকোনো সমস্যার ক্ষেত্রে ওই নম্বরে ফোন করতে পারেন বারাকপুরবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here