নিজস্ব সংবাদদাতা : আজ অর্থাৎ বৃহস্পতিবার হাইকোর্টে হবে না নারদ মামলার শুনানি। হাইকোর্টের ওয়েব সাইটে দেওয়া নোটিশ অনুযায়ী, কিছু কারণ বশত আজ হবে না শুনানি। আগামিকাল অর্থাৎ শুক্রুবার নারদ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আদালত সূত্রের খবর, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ না বসার কারণেই আজ শুনানি হচ্ছে না। বৃহস্পতিবার দুপুর ২টোর সময় শুনানি হওয়ার কথা ছিল। তবে শুনানি না হওয়ার কারণে আপাতত চার হেভিওয়েটকে জেল হেফাজতেই থাকতে হবে।

বুধবার নারদ কাণ্ডের দুটি পৃথক মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। একটি সিবিআইয়ের তরফে করা হয়, এই মামলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। অপরটি চার হেভিওয়েটের তরফে করা হয়, হাইকোর্টের জামিন স্থগিতাদেশের নির্দেশ পুনর্বিবেচনার জন্য। বুধবার দিনভর হাইকোর্টে ভার্চুয়াল শুনানি চলে। সিবিআই ও তৃণমূলের তরফে ছিলেন দেশের দুঁদে আইনজীবীরা। তৃণমূলের তরফে সওয়াল করেন অভিষেক মনু সিংভি ও সিদ্ধর্থ লুথরা। পাশাপাশি সিবিআই-এর তরফে দাঁড় করানো হয় তুষার মেহতা ও ওয়াই জে দস্তুরকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here