নিজস্ব সংবাদদাতা: আজ থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি ।বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ। তাই কার্যত সেই কারনেই লকডাউন এর পথে হাঁটল রাজ্য।আগামীকাল সকাল ৬ টা থেকে ৩০ মে পর্যন্ত এই নিয়ম জারি থাকবে।
বন্ধ থাকবে স্কুল কলেজ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান
সরকারি বেসরকারী অফিস ( নন এমার্জেন্সি ) বন্ধ।
বাস মেট্রো সহ গনপরিবহন
ও প্রাইভেট কার বন্ধু জরুরি পরিষেবা ছাড়া। রাত ৯টা থেকে ভোর ৫ টা পযর্ন্ত নৈশ কার্ফু।
সকাল ৭ টা থেকে সকাল ১০ টা মুদিখানা, রুটি, ডিম, মাংস, দুধের দোকান খোলা থাকবে। সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মিষ্টির দোকান খোলা থাকবে। ওষুধের দোকান, চশমার দোকান সাধারণভাবে খোলা থাকবে।
ব্যাঙ্ক খোলা থাকবে। তবে সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত কাজ চলবে।
রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক – সবরকম জমায়েতে নিষেধাজ্ঞা।
চা বাগানে ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন। জুটমিলে কর্মী উপস্থিতি সর্বাধিক ৩০ শতাংশে বেঁধে রাখা হচ্ছে।