ক্যালকাটা টাইম : করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন খড়দহ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল সিনহা,ভোটের আগে করোনা আক্রান্ত হয়েছিলেন খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা। বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয়েছিল তাঁকে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতি মুহূর্তে আতঙ্ক বাড়াচ্ছে জনসাধারণের। এই পরিস্থিতিতে রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের ভোট পর্ব। এখনও বাকি তিন দফা নির্বাচন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর, আজ সকালে করণা আক্রান্ত হয়ে মৃত্যু হল খড়দহ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা র। এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছিল। ফলে ওই দুই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে।রাজ্য বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় খড়দা আসনে ভোটগ্রহণ হয়েছে।