নিজস্ব সংবাদদাতা : আজ থেকে শিয়ালদহ ডিভিশনে বাতিল করা হলো ৫৬ টি লোকাল ট্রেন। কারণ এই করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১১০ জন রেল কর্মী। আক্রান্তের সংখ্যা দিনের পর দিন যে ভাবে বাড়ছে তাতে আগামী দিনে আরও বেশি সংখ্যক ট্রেন বাতিল হতে পারে।
পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, নন পিক আওয়ারে বাতিল করা হয়েছে এই সব লোকাল ট্রেন। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে রেল পরিষেবাতেও।তাই আজ থেকে বাতিল করা হল বেশ কিছু লোকাল ট্রেন।
শিয়ালদহ ডিভিশন সূত্রের খবর, ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল, ডানকুনি লোকাল, গোবরডাঙ্গা লোকাল, দত্তপুকুর লোকাল, সোনারপুর লোকাল সহ বিভিন্ন দফায় ট্রেন বাতিল করা হল। উল্লেখ্য, এই সব লোকাল ট্রেন অফিস টাইমে বাতিল নয়।