ক্যালকাটা টাইম  : ব্যারাকপুরের Selfish Jiant অর্জুন সিং, ভাটপাড়া রাক্ষস আক্রমণ করল প্রিয়াংশু পান্ডে

ইতি জিপিতে কয়েক দিন আগেই বড়োসড়ো ভাঙ্গন ধরেছে ব্যারাকপুর বেল্টে। বিজেপির অর্জুন ঘনিষ্ঠ প্রভাবশালী যুবনেতা প্রিয়াংশু পান্ডে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছে। যোগদান করার সাথে সাথেই তিনি অভিযোগ করেছে বঙ্গ বিজেপি তৃণমূলের গদ্দার বাহিনীতে রূপান্তরিত হয়েছে। প্রসঙ্গত আমাদের মনে আছে বিজেপির যুব মোর্চার ডাকে গতবছর নবান্ন অভিযানে প্রিয়াংশু পান্ডের সুরক্ষা কর্মীর উপর চড়া হয়েছিল রাজ্য পুলিশ, প্রিয়াংশু দেহরক্ষী বালভিন্দের সিংয়ের বন্দুক নিয়ে এবং তার পাগড়ী খোলা নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছিল বঙ্গ রাজনীতিতে। কিন্তু এবার পদ্ম পতাকা ছেড়ে তিনি জোড়া ফুল পতাকায় যোগ দিয়েছেন।

প্রিয়াংশু প্যান্টের সাথে সাথে কিন্তু অভি ব্রম্ভ বিজেপি তৃণমূলের পতাকা আবার ধরেছে। ফের তৃণমূলের ঘরোয়া পাশের সাথে সাথেই কিন্তু এই দুই নেতা একদম টার্গেট করেছে অর্জুন সিং কে প্রত্যেকটি সভা মঞ্চ থেকে অর্জুন সিং এর পরিবার বা সহ অন্যান্য অভাব অভিযোগ তুলে ধরেছে মানুষের সামনে। এবার একটি মঞ্চ থেকে সরাসরি অর্জুন সিং এর নাম করে বললেন অর্জুন সিং ভাটপাড়ার সেলফিশ জায়েন্ট আমরা বসে সেলফি স্ট্যান্ড এর কথা বলেছি ব্যারাকপুরে সেটাই হলো অর্জুন সিং, অর্জুন সিং বাড়িতে বসে সারাদিন আমার আমার আমার করে। সাথে প্রিয়াংশু পান্ডে এটিও বলেন দিদির উন্নয়নের অনুপ্রেরণাতেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন এর সাথে হিন্দি বাসীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দারুন কাজ করেছে বলে দাবি করেন প্রিয়াংশু পান্ডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here