ক্যালকাটা টাইম : Mamta Banerjee in Neel Trina Reception, আশির্বাদ করলেন মুখ্যমন্ত্রী
নীল তৃণার বিয়ের আসরে হাজির মুখ্যমন্ত্রী। দুহাত ভরে আশীর্বাদ করলেন তাদের, লাভ স্টোরি নিয়ে নিয়ে সরগরম টলীপাড়া। আগেই ও মিমির বিয়ে নিয়ে সরগরম টলিপাড়া দক্ষিণ কলকাতার একটি ক্লাবের অনুষ্ঠান আয়োজন হয়েছিল বিয়েতে মেহেদী অনুষ্ঠান থেকে গায়ে হলুদ সবকিছুই ছিল জমকালো। আয়োজন,নীল ও তৃণার এর প্রত্যেকটি অনুষ্ঠানে হাজির ছিলেন টালিগঞ্জের তাবড় তাবড় বড় সেলিব্রিটিরা।

টলিউডের বহুদিন ধরে প্রেমে মত্ত ছিল নীল এবং তৃণা, এদের লাভ স্টোরি বহুদিন ধরেই চর্চিত ছিল অবশেষে শুভ বিবাহ সম্পন্ন হল।নীল ভট্টাচার্য তৃণা সাহার বিয়ের মেনু তে ছিল বাসন্তী পোলাও থেকে ভেটকি পাতুরি রাজকীয় ভাবে সেজে উঠেছিল আর অর্কিড গার্ডেন। সেখানেই তাদের রিসেপশন হয়েছিল রাজনীতি থেকে চলচ্চিত্র জগতের মানুষ সব ক্ষেত্রে তারকার এসেছিল নীল ভট্টাচার্য এবং তৃনা সাহার বিয়ের অনুষ্ঠানে । আলু চাট পাপরি চাট , তাছাড়া কফি, ছাড়া সময় বিভিন্ন ধরনের মকটেল তো ছিলই বটে।জানেন কি .. মেনু তে কি ছিল তাহলে শুনে নিন ছিল পাঁঠার মাংস কষা, চিতল মাছের মুইঠা, চিংড়ির মালাইকারি, ভেটকি পাতুরি, ডাল মাখানি, ছোলার ডাল, বাটার নান, সাদাভাত, কড়াইশুঁটির কচুরি, সহ অনেক কিছু শেষ পাতা ছিল পাপড় পাটিসাপটা সহ আরো অনেক ধরনের মিষ্টি।




