ক্যালকাটা  টাইম : ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নাম বদ ল। সম্পূর্ন নতুন একটি ভাবনা কেন্দ্রের। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে হতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নাম কেন্দ্রীয় কমিটি সুপারিশ করেছে বলে খবর। সিঙ্গাম বদল ঘোষণা করতে পারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে।কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার দুটি অনুষ্ঠান আছে একটি কলকাতা জাতীয় গ্রন্থাগারে অন্যটি ভিক্টোরিয়া মেমোরিয়াল।এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপাল জগদীপ ধনকর এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।আর আজকেই কলকাতার ঐতিহ্য সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নাম বদল ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী। ইতিমধ্যে কিন্তু একাধিক কর্মসূচি নিয়েছে রাজ্য এবং কেন্দ্র দুই সরকারই

বলে রাখি ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নামবদলের ভাবনা অবশ্য নতুন নয়। কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদের নামে করার সময় দেই ভিক্টোরিয়ার নাম বদল করা হোক বলেছিল বিজেপির সুব্রহ্মণ্যম স্বামী কিন্তু তুমুল বিতর্ক হয়েছিল।এবার কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ভারতের পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও জনপ্রিয় হাওড়া কালকা মেল ট্রেন এর নামকরণ করা হয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে। অন্যদিকে মমতা ব্যানার্জীও রাজ্য সরকার অনেক কর্মসূচি নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here