আজ সকালে নিজের বাড়িতেই,জিম করছিলেন,আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। মাথা ঘুরে পড়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরেই বাড়ির লোকেরা তড়িঘড়ি তাঁকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে চিকিৎসকরা জানান, মৃদু হার্ট অ্যাটাক হয়েছে মহারাজের। অ্যাঞ্জিওপ্লাস্টিতে দেখা দেখা যায় তিনটি আর্টারিতে ব্লক রয়েছে। এর মধ্যে একটি আর্টারিতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ থাকায় ফলে চিকিৎসকরা সেখানে স্টেন্ট বসান তড়িঘড়ি। চিকিৎসকরা মনে করছেন, সৌরভ অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করে এসেছে। তাঁকে রীতিমতো ফিটনেস ফ্রিক বলা চলে। কাজেই অনিয়ম তত্ত্ব তাঁর ক্ষেত্রে খাটবে না। সেক্ষেত্রে পরিবারের হৃদরোগের ইতিহাসই মহারাজের এই হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। কিন্তু এখন দাদা সৌরভ গাঙ্গুলী আপাতত বিপদমুক্ত । ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি আর্টারিতে স্টেন্ট বসানো হয়েছ। আপাতত তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কথা বলছেন, খেতে পারছেন।
এ দিন বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, রেডেল অ্যাপ্রোচে লোকাল অ্যানাস্থেশিয়া করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি আর্টারিতে স্টেন্ট বসানো হয়েছ। আপাতত তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কথা বলছেন, খেতে পারছেন। পুরো সংঞ্জা রয়েছে। চিকিৎসকের মতে গোল্ডেন আওয়ারের তৎপরতাই কমিয়ে দিয়েছে মহারাজের প্রাণের ঝুঁকি। মহারাজের তিনটি আর্টারিতেই ব্লকেজ রয়েছে। অন্য দুটিতেও ব্লক রয়েছে ৭০ শতাংশের বেশি। ঝুঁকি না নিয়ে বেশি ক্ষতিগ্রস্থ আর্টারিতে স্টেন্ট বসানো হয়। আগামী ৪৮ ঘণ্টা পর্বেক্ষণে থাকবেন সৌরভ। প্রেশার,পালস দুইই ভালো রয়েছে।
বাকি দুটি ব্লকের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার। দুটি দিক খোলা রয়েছে চিকিৎসকদের কাছে।।সৌরভের আরোগ্য কামনায় একজোট গোটা দেশ। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরাও। ট্যুইটারে কামব্যাক বার্তা দিচ্ছেন মহারাজের সতীর্থ থেকে অনুগামী সকলে।