পৌষ মাসের 14 তারিখ 30 ডিসেম্বর সোমবারের রাশিফল।

মেষ রাশি : এই রাশির জাতক বা জাতিকা রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য লাভ করবে সুনাম পাবে এবং তাদেরকে কোন সম্মানে সম্মানিত করবে|

বৃষ রাশি : এই রাশির জাতক বা জাতিকা কোন সরকারি কাজে বাঃ বেশ ঠিক আছে অর্থাৎ কর্মক্ষেত্রে পদোন্নতি হবে |

মিথুন রাশি : এই রাশির জাতক-জাতিকারা সন্তান নিয়ে একটি সমস্যায় পড়বে অর্থাৎ সন্তান এদেরকে সমস্যায় ফেলবে|

কর্কট রাশি : এই রাশির জাতক বা জাতিকা বাণিজ্যে সাফল্য লাভ করবে অর্থাৎ তাদের জন্য আজকের দিনে ব্যবসায় ভালো খবর পাবে|

সিংহ রাশি : এই রাশির জাতক বা জাতিকা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক খুবই ভালো যাবে আজকের দিনে অর্থাৎ তারা দুজনই আজকের দিনটি ভালো কাটাবে|

কন্যা রাশি : এই রাশির জাতক বা জাতিকা কোন কাজের সমস্যার সমাধান করতে পারবে আজকের দিনে অর্থাৎ কোন কাজ দিলে সমস্যার সমাধান করে দিতে পারবে|

তুলা রাশি : এই রাশির জাতক বা জাতিকা আজকের দিনে নতুন কেউ আসার সম্ভাবনা আছে অর্থাৎ আজকের দিন তাদের পক্ষে খুবই শুভ|

বৃশ্চিক রাশি : শুভ না খুব সাবধানে লোকের সাথে কথা বলতে হবে|

ধনু রাশি : এই রাশির জাতক বা জাতিকাদের কোন পৈত্রিক সম্পত্তি অর্থাৎ বাবার দেয়া কোনো সম্পত্তি পেতে পারে এবং অর্থ পেতে পারে আজকের দিনে|

মকর রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের অস্ত্রোপচারে সাফল্য আসবে অর্থাৎ যারা শরীরের সমস্যা নিয়ে ভর্তি আছেন তাদের পক্ষে আজকের দিন শুভ|

কুম্ভ রাশি : এই রাশির জাতক বা জাতিকাদের কারো থেকে সুপরামর্শ নিলে বেশি লাভবান হবে অর্থাৎ নিজে যেকোনো কাজ করার আগে একটু ভেবেচিন্তে কাজ করতে হবে আর বুঝতে না পারলে ভালো লোকের পরামর্শ নিতে হবে|

মীন রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ঝামেলা বিবাদ এগুলো হবে অর্থাৎ আজকের দিনে কারো সাথে কম কথা বলাই ভালো|

বুধবার পূর্ণিমা থাকবে আটটা 42 পর্যন্ত|সূর্যোদয় সকাল 6: 23 এবং সূর্যাস্ত বিকেল চারটে 58 পর্যন্ত|নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই মায়ের কাছে কাম্য|প্রতিদিনের মত আজকেও একটি টিপস দিব আজকের দিনে আপনারা এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন মন্ত্র টি হল নমো নমো নমো|এই মন্ত্রটি পাঠ করলে দিনটি ভালো যাবে নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =