ক্যালকাটা  টাইম : স্কুল স্টুডেন্ট দের চিঠি পাঠাচ্ছে মমতা দিদি, কি আছে চিঠিতে। সবাই আগের জীবনে ফিরে যাব। নববর্ষের শুভেচ্ছা জানাতে, লক্ষ লক্ষ পড়ুয়াকে চিঠি পাঠাচ্ছে মাননীয় মমতা ব্যানার্জি। 2021 আসছে যে বছরটি সেটি একদমই খারাপ কাটবে না, এই আশার বার্তা দিয়ে রাজ্যে প্রায় 10 লক্ষ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াকে চিঠি পাঠালো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। সকল স্টুডেন্টদের নববর্ষের শুভেচ্ছা লিখে পাঠালেন।

চলতি বছর অর্থাৎ 2020 কুড়ির মার্চ থেকেই বদলে গিয়েছে জীবন-যাপন। থমকে গেছে গোটা পৃথিবী, করোনাভাইরাস এর জেরে, করোনাভাইরাস এর কারণে সমস্ত ব্যবসা থেকে শুরু করে প্রফেশন, স্কুল – কলেজ সবকিছু। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে একাধিক বাধা-নিষেধ বিধি-নিষেধ এরফলেই দুশ্চিন্তার মধ্যে পড়েছিল গোটা পৃথিবীর মানুষ। গোটা রাজ্যের মানুষ।।বর্তমানে করোনারি অনেকটাই কেটে গিয়েছে অনলাইনের মাধ্যমে পরীক্ষা স্কুল-কলেজ ও শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পিছিয়ে গেছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুই পরীক্ষা আগামী বছর জুন মাসে পরীক্ষা হবে বলে জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রী তবে আগামী বছর এরকম খারাপ কাটবে না, বলেই আশা রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই নতুন বছর উপলক্ষে স্কুল পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here