পৌষ মাসের 10 তারিখ এবং ইংরেজি 26 ডিসেম্বর শনিবারের রাশিফল। জ্যোতিষ শাস্ত্রী শ্রীআনন্দ
মেষ রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে |অর্থাৎ চিকিৎসা ঠিকঠাক হবে না তাই খুব সাবধানে দিনটি কাটাবেন|
বৃষ রাশি : এই রাশির জাতক বা জাতিকাদের গোপন রোগের আক্রান্ত হতে পারে অর্থাৎ নিন্মাঙ্গে কোন সমস্যা আসতে পারে|
মিথুন রাশি : এই রাশি জাতক বা জাতি কারা আজকের দিনে মনে মনে অনেক আনন্দ নিয়ে থাকবে এবং আজকের দিনে এমন কেউ আসতে পারে তার জন্য|
কর্কট রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের জন্য দিনটি খুবই খারাপ রাস্তাঘাটে খুব সাবধানে চলবেন দুর্ঘটনা সম্ভাবনা হতে পারে|
সিংহ রাশি : এই রাশির জাতক বা জাতি কারা মনঃসংযোগের অভাব হবে অর্থাৎ মনের মধ্যে শান্তি পাবে না কেউ হয়তো মনের মধ্যে আঘাত দেবে|
কন্যা রাশি : এই রাশির জাতক বা জাতি কারা মনের মধ্যে একটি বিরক্তিভাব আসবে অর্থাৎ মনে মনে কাউকে আজকের দিনে ভালো লাগবে না কথা বলার সময় বিরক্তিভাব আসবে|
তুলা রাশি : এই রাশির জাতক বা জাতিকা কোন কাজ নিয়ে উদ্বেগ মধ্যে থাকবে অর্থাৎ নিজের মধ্যে কাজের ব্যাপারে একটি ভয় থাকবে কাজটি হবে কি হবে না এই ভেবে|
বৃশ্চিক রাশি : এই রাশির জাতক বা জাতিকা আজকের দিনে খুবই সাবধানে থাকবেন অর্থাৎ আজকের দিনে কারো সাথে আপনি দোষ করবে না তাও দেখবেন লোকের সাথে ঝামেলা হবে অর্থাৎ বিনা দোষে ঝামেলা পোহাতে হবে তাই আজকের দিন সাবধানে থাকবেন|
ধনু রাশি : এই রাশির জাতক বা জাতিকা মনের মধ্যে কারো জন্য কষ্ট হবে এবং এ কষ্টের জন্য তারজন্যে অনুতাপ হবে তাই বলছি আজকের দিনে এই জাতক বা জাতিকা দের বাড়ি থেকে কম বেরোনোই ভালো|
মকর রাশি : এই রাশির জাতক-জাতিকাদের আজকের দিন সব থেকে খারাপ যাবে বিচ্ছেদের আশঙ্কা থাকবে যারা প্রেম করেন এবং ভালো বন্ধু বিচ্ছেদের আশঙ্কা থাকবে খুব সাবধানে কথা বলবেন|
কুম্ভ রাশি : এই রাশির জাতক বা জাতিকাদের কেউ আঘাত প্রাপ্তি করতে পারে অর্থাৎ তাদেরকে কেউ মনের দিক থেকেই বা শত্রুতা করে আঘাত করতে পারে তাই খুব সাবধানে আজকের দিন কাটাবেন|
মীন রাশি : এই রাশির আজকের দিন মিশ্র ফল কাটবে অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ এভাবেই আজকের দিন কাটবে|শনিবারের দ্বাদশী থাকবে শেষ রাত্রি চারটে 13 পর্যন্ত|
সূর্যোদয় সকাল সূর্যোদয় সকাল ছটা 22 এবং সূর্যাস্ত চারটে 55|নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই মায়ের কাছে কাম্য। প্রতিদিনের মত আজ আজকে একটি টিপস দিব আজকে গ্রহরাজের দিন এই দিন এই মন্ত্রটি পাঠ করবে নমো রিং গ্রহরাজ শনি দেবতায় ও নমো নমো এই মন্ত্রটি 108 বার পাঠ করুন দেখবেন দিনটি খুবই ভালো যাবে । এই মন্ত্রটি সন্ধ্যেবেলা পাঠ করবেন l