শুভ সকাল পৌষ মাসের 7 তারিখ এবং 23 শে ডিসেম্বর বুধবারের রাশিফল । জ্যোতিষ শাস্ত্রী আনন্দ মহারাজের রাশিফল রাশি এবং নক্ষত্র অনুযায়ী আমি আপনাদের কাছে প্রতিদিন রাশিফল দিয়ে থাকি।
মেষ রাশি : এই রাশির জাতক-জাতিকাদের রক্ত অল্পতা অর্থাৎ দেহে রক্ত কম থাকায় নানান রোগে ভুগতে পারেন আজকের দিনে অর্থাৎ মাথা ঘোরা এবং শরীরে এনার্জি না থাকা এসব সমস্যা হতে পারে|
বৃষ রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের যারা সাংবাদিক তাদের ব্যস্ততা খুব বাড়বে এবং কাজের চাপ বাড়বে এই রাশির জাতক বা জাতিকা দের|
মিথুন রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের মনোবেদনা অর্থাৎ যারা প্রণয় করেন অর্থাৎ যারা ভালোবাসা সঙ্গে যুক্ত আছেন তাদের পক্ষে আজকের দিনটি শুভ নয়|
কর্কট রাশি : এই রাশির জাতক-জাতিকাদের মনে শান্তি পাবে না অর্থাৎ মনের মধ্যে অস্থিরতা থাকবে এবং কোন কাজে মন লাগবে না|
সিংহ রাশি : এই রাশির জাতক বা জাতিকাদের দুশ্চিন্তা হয়ে পড়বেন আজকের দিনে যেমন অর্থ নিয়ে মানসিক টেনশন নিয়ে এইসব নিয়ে এবং পরিবারের কারো অসুস্থতা নিয়ে|
কন্যা রাশি : এই রাশির জাতক বা জাতিকা কর্মব্যস্ততায় সারা দিন কাটাবে এবং কর্মক্ষেত্র কাজের চাপ বাড়বে আজকের দিনে তারা সম্মান পাবে|
তুলা রাশি : এই রাশির জাতক-জাতিকাদের বাবা এবং গুরুজন ব্যক্তিদের সাথে বিরোধ সৃষ্টি হবে অর্থাৎ আজকের দিন এই জাতক বা জাতিকা গুরুজনের সাথে যেন কম কথা বলে|
বৃশ্চিক রাশি : পেতে পারে অর্থাৎ অর্থ সম্মান এবং জমি জায়গা|
ধনু রাশি : এই রাশির জাতক বা জাতিকা অন্যের প্রতি প্রভাব বিস্তার করবে আজকের দিনে অর্থাৎ অন্যেরা তার কথা শুনে চলবে এবং তাকে সম্মান করবে|
মকর রাশি : এই রাশির জাতক বা জাতিকা রা খুব সাবধান আজকে তাদের চরিত্র হরণ অর্থাৎ বদনাম হবার সম্ভাবনা আছে কারো সাথে কথা বেশি বলার প্রয়োজন নেই|
কুম্ভ রাশি : এই রাশির জাতক বা জাতিকা খুব সাবধান বিপদগ্রস্ত হতে পারেন পথেঘাটে খুব সাবধানে চলবেন না হলে এই সমস্যায় পড়বেন আর কাউকে অর্থ ধার দেবেন না তাহলে সমস্যায় পড়বেন|
মীন রাশি : এই রাশির জাতক বা জাতিকা ভ্রমণের সুযোগ পাবেন এবং খুব ইঞ্জয় করবেন আজকের দিনে |
বুধবার নবমী থাকবে রাত্রি নটা 52 পর্যন্ত|সূর্যোদয় 6:21 সকাল এবং সূর্যাস্ত 452 সন্ধ্যা |নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই মায়ের কাছে কাম্য প্রতিদিনের মত আজকেও একটি টিপস দেব আজকে বুধবার অর্থাৎ আজকের দিনে নমো রিং দুর্গা ও নমো নমো নমো মন্ত্রটি যদি 108 বার পাঠ করতে পারেন তাহলে কিছুটা হলেও আপনাদের সমস্যা থেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং দিনটি ভালো যাবে|