ক্যালকাটা  টাইম  : করোণা আক্রান্ত টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়। গতকাল রবিবার তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা তিনি নিজেই শেয়ার করলেন। টুইটার এবং ইনস্টাগ্রামে পোস্ট করে একথা জানিয়েছেন আবির চ্যাটার্জি।

গতকাল রবিবার আবির চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ায় লিখেছে। ফের একবার প্রমাণিত হলো জীবনে কোন কিছুই নিশ্চি ত নয় আমি সবরকম সুরক্ষা বিধি মেনেই কাজ করেছি এবং চলেছি তারপরও আমার কভিড নাইনটিন টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।। তিনি সোশ্যাল মিডিয়া এর সাথে আরো লিখেছে আমি ফেটাছি এবং সুস্থ আছি শুধু কোন কিছুর স্বাদ বা গন্ধ পাচ্ছি না নিজেকে আইসোলেশনে রেখেছি আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, যাতে আমার পরিবারের সকলেই নিরাপদ থাকে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের অনুরোধ করবো তারাও যেন কোভিদ টেস্ট করে নেন।

এখনো কিন্তু করোণার রেশ কাটেনি। অভিনেতা আবির চ্যাটার্জি অনুগামী ও সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন, ক্যালকাটা টাইম এর পক্ষ থেকেও অভিনেতার দ্রুত আরোগ্য কামনা ই ভগবানের কাছে প্রার্থনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here