পৌষ মাসের 5 তারিখ 21 ডিসেম্বর সোমবারের রাশিফল।

মেষ রাশি : যারা শিক্ষার সাথে যুক্ত আছেন অর্থাৎ যারা মাস্টারি করেন অথবা কলেজের অধ্যাপক বা যারা ছাত্র পরান তাদের পক্ষে আজকের দিনটি খুবই শুভ|

বৃষ রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের কোন কাজেই সহযোগিতা পাবে অন্যের কাছ থেকে অর্থাৎ যে কাজ আমার দ্বারা সম্ভব নয় সেই সব কাজ অন্যেরা আপনাকে সাহায্য করবে|

মিথুন  রাশি  : এই রাশির জাতক-জাতিকাদের যারা সাংবাদিক তাদের পক্ষে আজকের দিন খুবই ভালো তারা অনেক কাজের সুযোগ পাবে এবং পদোন্নতি হবার সম্ভাবনা আছে

কর্কট  রাশি :  এই রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি খুবই খারাপ যাবে অর্থাৎ কোনো কাজে বা সবদিক দিয়ে চারিদিকে ঝামেলায় জড়িয়ে পড়বেন অর্থাৎ আজকের দিনটি আমাদের ক্ষেত্রে পতনের আশঙ্কা আছে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের ওপর চাপ আসবে এবং আপনাদের কে সবাই শত্রু ভাবে দেখবে|

সিংহ  রাশি  এই রাশির জাতক বা জাতিকা আপনারা হিংসার কারণ হয়ে উঠতে পারেন অর্থাৎ আপনাদের কে কেউ ভালো চোখে দেখবে না তাই খুব সাবধানে আজকের দিনটি কাটাবেন|

কন্যা   রাশি :  এই রাশির জাতক বা  যারা প্রযুক্তি বিদ্যা নিয়ে কাজ করেন তাদের পক্ষে এই দিনটি একটু খারাপ আছে অর্থাৎ খুব সাবধানে কাজটি করবেন|

তুলা   রাশি এই রাশির জাতক-জাতিকাদের চাকরির সম্ভাবনা আছে আজকের দিনে তাই তাদের পক্ষে আজকের দিন খুব শুভ|

বৃশ্চিক  রাশি : এই রাশির জাতক-জাতিকারা শত্রু সঙ্গে সন্ধি করবে অর্থাৎ তারা জানে এরা আমার ক্ষতি করবে তা সত্ত্বেও তার সাথে সন্ধি করবে|

ধনু  রাশি  : এই রাশির জাতক বা জাতিকা উচ্চশিক্ষায় সুযোগ পাবে তাই তাদের পক্ষে আজকের দিন খুব শুভ|

মকর  রাশি  : এই রাশির জাতক বা জাতিকা হৃদরোগে কষ্ট পাবে অর্থাৎ তারা যেন বেশি কষ্টের কাজ না করে অর্থাৎ যেসব কাজ ভারী সে সকাল থেকে সাবধান|

কুম্ভ  রাশি  : এই রাশির জাতক বা জাতিকা ভালো ভালো বন্ধু হবে আজকের দিনে অর্থাৎ তাদেরকে সবাই বন্ধুর মতোই ভালোবাসবে এবং তারা বন্ধু থেকে অনেক কিছু পাবে|

মীন  রাশি :  এই রাশির জাতক বা জাতিকা কর্মে সাফল্য লাভ করবে অর্থাৎ যেকোনো কাজেই আজকের দিনে তারা সাফল্য লাভ করবে|

সোমবারেই সপ্তমী থাকবে সন্ধ্যা ছটা 39 পর্যন্ত|সূর্যোদয় 6:19 এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা 52|নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই মায়ের কাছেই কাম্য|আজকের দিনে একটি কথা বলছি এই মন্ত্রটি 108 বার পাঠ করে শিবের মাথায় জল ঢালবে মন্ত্র টি হল নমো শিবায় নমো নমো পার্বতী নামো এই মন্ত্র পাঠ করে শিবের মাথায় জল ঢালবে এবং একটি বেলপাতা একটি সাদা ফুল শিবের মাথায় দেবেন |দেখবেন আপনাদের দিনটি খুবই ভালো যাবে||

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =