ক্যালকাটা টাইম  : ফের দুঃসংবাদ বলিউড জগতে, হৃদরোগে আক্রান্ত রেমো ডিসুজা।

দুই হাজার কুড়ি সাল টা যেন খারাপই, সালটা যেন শেষ হলেই সবাই বাচে। ফের বলিউডে দুঃসংবাদ। হূদরোগে আক্রান্ত কোরিওগ্রাফার রেমো ডিসুজা। কোকিলা বনের হাসপাতালে চিকিৎসাধীন তিনি।গতকাল শুক্রবার দুপুরে আচমকা হূদরোগে আক্রান্ত হন বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার তথা চিত্রপরিচালক রেমো ডিসুজা হাসপাতালে চলেছে।

সকল ডান্সার বা নৃত্যশিল্পী তাদের মধ্যে বেশিরভাগই রেমো র ফ্যান। শুক্রবার সকালে হার্টের সমস্যা নিয়ে মুম্বাইয়ের ককিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনজিওপ্লাস্টি হয়েছে তার। বর্তমানে তার অবস্থা আপাতত স্থিতিশীল এমনটাই সূত্র অনুসারে খবর পাওয়া যাচ্ছে। রেমোর স্ত্রী নিজেলা ডিসুজা জানিয়েছে  হার্টের ব্লকের  হয়েছে, আপাতত তাকে আইসিইউতে রাখা হয়েছে তবে আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে তাকে এবং তার পর পরবর্তী চিকিৎসার জন্য সিদ্ধান্ত নেবেন তারা। দীর্ঘদিন ধরে বলিউডে কাজ করেছেন রেমো ছবি থেকে শুরু করে কোরিওগ্রাফি বলিউডে বর্তমানে তিনি একজন সফল কোরিওগ্রাফার এবং দিরেক্টর। এবং এর সাথে সাথে একাধিক রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব সামলান রেমো ডিসুজা।

স্ট্রীট ড্যান্সার থ্রিডি, এবিসিডি, এবিসিডি 2, দা ফ্লাইং জেট। ইত্যাদির ছবিগুলি পরিচালক ছিলেন স্যার,এছাড়াও বলিউডের অসংখ্য সিনেমায় কোরিওগ্রাফি করেছেন তিনি, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক এটাই প্রার্থনা ভগবানের কাছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here