ক্যালকাটা টাইম : জানিনা কোন উদ্ধত্য বলে একজন উচ্চশিক্ষিতা, যে কিনা সাংসদ হবার আগে ব্যাংকিং সেক্টরে কাজ করতেন,, সাংসদ হবার পর অন্যদের প্রফেশনকে অপমান করতে শিখে গেছেন। হ্যাঁ নদীয়া জেলা সভাপতি মহুয়া মৈত্র ম্যাডাম মহুয়া মৈত্র।
গত তিনদিন আগে নদীয়া জেলার গয়েশপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের একটি দলীয় থাকে সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় নিজেরই দলের তৃণমূল কংগ্রেস দলের কর্মী সমর্থকরা। সেখানে তিনি মন্তব্য করেন নিউজ এবং মিডিয়া চ্যানেল পার সাংবাদিকবন্ধুদের তারা নাকি দু’পয়সা র সাংবাদিক।।আচ্ছা ম্যাডাম মৈত্র আপনাকে একটি প্রশ্ন আপনি যখন ছোট ছিলেন দুপয়সা আইসক্রিম পাওয়া যেত, তখনো কিন্তু আপনি দু পয়সাটি রোজগারের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে ন।।আজ সংসদ হয় কোটি কোটি টাকা কামাচ্ছেন বলে অন্যের প্রফেশনকে ছোট করার অধিকার আপনাকে কে দিয়েছে বলুন তো ?তিনি সংবাদমাধ্যমের অপমান শুধু সংবাদমাধ্যমকে আহত করেনি মানসিকভাবে আহত করেছে অন্য পেশার সাথে যুক্ত মানুষজনকেও।
ম্যাডাম মৈত্রকে আইনি নোটিস ধরালেন কলকাতা হাইকোর্টের আইনজীবী স্ব রজিত রায়চৌধুরী। এদিন কে পাঠানো হয় আইনি নোটিশ । নোটিশে জানানো হয় দুই পয়সার সাংবাদিক বলে যে অপমান তিনি করেছিলেন সেই মন্তব্য যথেষ্ট অপমানজনক 24 ঘণ্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে যদি তিনি এই মানহানিকর এবং অসম্মানজনক জন্য ক্ষমা না চায় তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। যদিও উচ্চশিক্ষিতা ম্যাডাম মৈত্রের তবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি