মুখ্যমন্ত্রীকে আবার ভয় পাচ্ছে
বর্তমানে উত্তরবঙ্গে বিজেপিতে আন্দোলন চলছিল সেখানে ভয়াভয়ক লাঠিচার্জ দেখা যায় পুলিশের পক্ষ থেকে , এছাড়াও চারিদিক দিয়ে টিয়ারগ্যাস ছোড়া হয় যার ফলে অনেক বিজেপি নেতা অসুস্থ হন , অকথ্য ভাবে লাঠি চার্জ করা হয় বিজেপি নেতাদের ওপর যার ফলে এক বিজেপি কর্মী পরলোক গমন করেছেন ।
এছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বক্তৃতা দেয়ার ফলে বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোস কথা ভুলে যান , বা আবার কখনো নিজের জেলে যাওয়ার কথা , বা গণতন্ত্র ভঙ্গের কথা ভুলে যান ,
আবার একদিকে নদীয়া জেলার সভাপতি মহুয়া মিত্র বলেন দুপয়সা সাংবাদিকদের ঢুকতে দেওয়া উচিত নয় । তাহলে এখন তৃণমূল দল কি ভয় পেয়ে তাদের চিন্তাভাবনা হারিয়ে ফেলেছে নাকি তাদের মুখে কোন লাগাম নেই বা হয়ত এটাই তাদের আসল রূপ এতদিন পর দেখা যাচ্ছে ।
আবার কখনো দেখা যাচ্ছে কত বিজেপির পার্টি অফিস পড়ানো হচ্ছে আবার কখনো দেখা যাচ্ছে কোথাও সিপিএমের পার্টি অফিসে আগুন জ্বলছে আবার সরকারে থাকা দল তথা তৃণমূল কংগ্রেস বলছে এগুলি সব চক্রান্ত এবার সত্যি কোনটা , যদি সত্যিই তৃণমূল কংগ্রেস বিজেপি দের উপর অত্যাচার করে তাহলে কি ভয় পেও অত্যাচার করছে যে তারা 2021 এ যাতে থেকে যায় ।