ডিসেম্বরে দুই তারিখের রাশিফল। জ্যোতিষ শাস্ত্রী আনন্দ মহারাজ এর টিপস্
মেষ রাশি : চিন্তা গোস্ত হবে, এই জাতক-জাতিকারা।
বৃষ রাশি : আধিপত্য বিস্তার লাভ করবে, এই জাতক বা জাতিকা।
মিথুন রাশি : প্রতিযোগিতা য় সাফল্য লাভ করবে এই জাতক-জাতিকারা।
কর্কট রাশি : সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে আজকের দিন টি ।
সিংহ রাশি : সিংহ রাশির জাতক-জাতিকারা জনসেবায় ব্যস্ত থাকবে।
কন্যা রাশি : এই রাশির জাতক বা জাতিকারা নিজের ট্যালেন্ট দেখানোর সুযোগ পাবে আজকে।
তুলা রাশি : বিরম্বনা বৃদ্ধি হবে অর্থাৎ কোন কাজ করতে গেলে আজকের দিনে, অনেক বাধার সম্মুখীন হবে।
বৃশ্চিক রাশি : জাতক-জাতিকারা পরিবারে অশান্তি সৃষ্টি হবে ।তাই কথাবার্তা সাবধানে বলবেন।
ধনু রাশি : জাতক-জাতিকাদের অর্থাগম আসবে, অর্থাৎ যে কোনো করো কাছ থেকে অর্থ আসবে।
মকর রাশি : জাতক-জাতিকাদের রাজনৈতিক সংঘর্ষ হবে। অর্থাৎ রাজনৈতিক দিক থেকে সাবধান থাকবেন।
কুম্ভ রাশি : এই রাশির জাতক বা জাতিকা সমস্যা বৃদ্ধি হবে, তাই কোন কাজ করার আগে খুব ভেবেচিন্তে কাজ করবেন।
মিন রাশি : জাতকদের মনোমালিন্য সৃষ্টি হবে, তাই তাই এই জাতক-জাতিকাদের কোন প্রেমিকা বা স্ত্রী এবং স্বামীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে।
দ্বিতীয় থাকবে সন্ধে 5:04 পর্যন্ত, দিবশিরা নক্ষত্র থাকবে দিবা 10:24 পর্যন্ত, শুভকাজ 8 টা থেকে 11:03 পর্যন্ত ,, মঙ্গলবার বাড়ি থেকে বেরোবার সময় একটু গুর খেয়ে বের হন, সকল কাজে সফলতা পাবেন