নমস্কার শুরু করছি ৮ ই অঘ্রাণ,ইংরেজি 24 নভেম্বর মঙ্গলবার এর রাশিফল।। জ্যোতিষ শাস্ত্রী শ্রী আনন্দ মহারাজ এর টোটকা।

মেষ রাশি : আজকের দিনে কাজে উৎসাহ বাড়বে।

বৃষ রাশি : আজকের দিনে কাজে মন লাগবে না এবং মনে শান্তি পাবে না।

মিথুন রাশি : কোন কাজে, আজকের দিনে জাতক-জাতিকাদের আশা ভঙ্গ হবে।

কর্কট রাশি : কর্কট রাশির জাতক-জাতিকাদের ব্যয়বহুল হবে।

সিংহ রাশি : আজকের দিন সিংহ রাশির জাতক-জাতিকাদের মনোমালিন্য হবে, ভেবেচিন্তে কথা বলুন।

কন্যা রাশি : জাতক বা জাতিকা ভ্রমণকালীন বিপদ, খুব সাবধান আজকের দিনে।

তুলা রাশি : জাতক-জাতিকারা চোখের সমস্যায় কষ্ট পাবে।

বৃশ্চিক রাশি : মনে অশান্তি সৃষ্টি হবে এবং বাড়িতে অশান্তি সৃষ্টি হবে।

ধনু রাশি : এই রাশিরজাতিকাদের আয় বৃদ্ধি হবে।

মকর রাশি : জাতক-জাতিকাদের আজকের দিনের সৌভাগ্য লাভ হবে।

কুম্ভ রাশি : আজকের দিনে জাতিকাদের মনে শান্তি থাকবে না। লোকে ভুল বুঝতে পারে।

মীন রাশি : আজকের দিনে রাশির জাতক-জাতিকাদের পেটের কোন সমস্যা হতে পারে। শরীরের প্রতি যত্ন নিন।

মঙ্গলে দশমি থাকছে 4:29 পর্যন্ত। শুভ কর্ম শুভ রাত্রি 7:00 টা থেকে 12 টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 9 =