শুরু করছি বুধবারের রাশিফল, জ্যোতিষ শাস্ত্রী শ্রী আনন্দ মহারাজ এর টোটকা। আঘ্রাণ মাসের 2 তারিখ, বাংলা র, ইংরেজি 18 ই নভেম্বর। চতুর্থী থাকবেন রাত্রি 3:31 পর্যন্ত তিনটে 21 পর্যন্ত। অমৃতযোগ দিনের বেলা 6.51 থেকে 12:30 পর্যন্ত। কাজ যেকোনো শুভ কাজ করা যাবে

রাশিফল
মেষ রাশি : এই রাশির জাতক-জাতিকাদের আজকের দিনে ভালো পাওয়া যাবে
বৃষ রাশি : বাকচতুরি অন্য কোনো ব্যক্তির সাথে বাক চতুরির ফলে লাভের আশা করবেন।

মিথুন রাশি : আজকের দিনে আপনি অপদস্থ হতে পারেন। বুঝে শুনে কথা বলবেন।
কর্কট রাশি : মতবিরোধ , আজকের দিনে এই রাশির লোকেদের মতবিরোধ হতে পারে। লোকজন এড়িয়ে চলবেন।

সিংহ  রাশি: বিমান যাত্রায় বিপদ অর্থাৎ যানবাহন যাত্রা বিপদ আছে তাই সিংহ রাশির জাতক-জাতিকাদের এইদিন যানবাহন এড়িয়ে চলা ভালো।

কন্যা রাশি : আত্মতৃপ্তি অর্থাৎ কোন রাশির জাতক-জাতিকারা জন সেবা করে আত্ম তৃপ্তি পাবে।

তুলা রাশি : কষ্ট অর্থাৎ রাশির জাতক-জাতিকাদের শারীরিক কষ্ট হতে পারে । গা-হাত-পা ব্যথা হতে পারে।

বৃশ্চিক রাশি : সম্পত্তি সংস্কারে ব্যয়, কোন সম্পত্তি সংস্কার করতে গেলে ব্যয় হবে অর্থাৎ সেই ক্ষেত্রে ব্যয় হবে।

ধনু রাশি : পরিশ্রম বৃদ্ধি পেতে পারে আজকের দিনে, আজকের দিনে কাজের চাপ একটু বেশি থাকবে।

কুম্ভ রাশি : কর্মস্থলে অশান্তি। এই রাশির জাতক-জাতিকারা স্থলে কাজ করে সেখানে অশান্তি, ঝামেলা হতে পারে।

 

মীন রাশি : রাশির জাতক-জাতিকারা আজকের দিনে ভোগ-বিলাসে মত্ত থাকবে। ভালো খাওয়া দাওয়া হবে।

বুধবার যখন কোন কাজে যাবেন মুখে একটি এলাচ দিয়ে , বা এলাচ মুখে করে নিয়ে যান সকল কাজে শুভ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here