ক্যালকাটা টাইম : বিশ্ব ক্ষুধার তালিকায় পাকিস্তান নেপাল বাংলাদেশ-ইন্দোনেশিয়া এই সব দেশের থেকে অনেক পিছনে রয়েছে ভারত বর্ষ, 160 টি দেশের মধ্যে ভারত রয়েছে 94 নম্বর স্থানে ।
রওয়ান্ডা লাইবেরিয়া ও চাঁদের মত গোটা বিশ্বের কেবল 13 টি দেশের অবস্থা ভারত এর থেকে খারাপ। তবে, আগের বছরের থেকে কিছুটা উন্নতি করেছে ভারত। আগের বছর ভারত ছিল 117 দেশের মধ্যে 100 দুই নম্বরে। কন্সার্ন world-wide এবং ওয়েলথ হ্যাঙ্গার হিলথের যৌথ সমীক্ষা এই তালিকা তৈরি করা হয়েছে।
গোটা দুনিয়ার নাগরিকদের ক্ষুধার স্তর্মেদ দেখেছে,তাদের হিসেবে প্রায় 6 কোটি 90 লাখ মানুষ এখনো পর্যন্ত অপুষ্টিতে ভুগছে। ভারতের ক্ষুধার পরিস্থিতিকে তারা গুরুতর বলে বর্ণনা করেছেন।দক্ষিণ এশিয়ার শিশুদের থমকে যাওয়া শারীরিক বৃদ্ধি, চিন্তাজনক বলেও জানিয়েছেন তারা। শিশুদের পুষ্টিকর খাদ্যের অভাব, মায়েদের শিক্ষার অভাব এবং গ্রস্ত দরিদ্রতার কারণে এর পিছনের মূল কারণ। ভারতে পাঁচ বছরের কম শিশুদের মৃত্যুর হার কম