ক্যালকাটা টাইম  :  8 অক্টোবর ছিল বিজেপির নবান্ন অভিযান, অশান্তি দেখতে পাওয়া যায়। কলকাতার একাধিক অঞ্চল রণক্ষেত্র আকার ধারণ করেছিল। এফআইআর দায়ের হলো বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গী, মুকুল রায়, দিলীপ ঘোষ, তেজস্বী, লকেট চ্যাটার্জি বিরুদ্ধে

লালবাজার সূত্রের খবর নবান্ন অভিযান আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছে ,এবার এফআইআর দায়ের করা হলো ।রয়েছে বেশ কয়েকজন হেভিওয়েট বিজেপি প্রথম সারির নেতাদের নাম। অন্যদিকে হাওড়া কমিশনের এলাকাতেও একইভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ নবান্ন অভিযান এর সময় পুলিশের উপর হামলা করা হয়েছে, এছাড়াও বিপর্যয় মোকাবিলা আইন মানা হয়নি। এই ঘটনায় কলকাতা হেস্টিং থানা ও উত্তর বন্দর থানায় জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে।

কিন্তু এর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপির নেতা ও কর্মী সমর্থকরা, দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায় মতে মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ শিখ সম্প্রদায়ের পাগড়ী খুলেছে, পুলিশ অবৈধভাবে মামলা করছে, এসব মমতা ব্যানার্জির চাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here