ক্যালকাটা টাইম : ধর্ষণ, শ্লীলতাহানি দায়ে দোষী সাব্যস্ত হলেন লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক মনিশ শাহ, ক্যান্সারের ভয় দেখিয়ে তিনি স্তন ও যৌনাঙ্গ পরীক্ষা করতেন, তারপরই শুরু হতো শ্রীলতাহানি ও ধর্ষণ।
লন্ডনের ওল্ড বেইলি কোর্টে মামলার শুনানিতে জানা গিয়েছে চিকিৎসক তার চেম্বার এ আসার পর রোগীদের প্রথমে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির গল্প শোনাতেন তারপর বলতেন কিভাবে স্তন প্রতিস্থাপন করে ক্যান্সারের বিপদ কাটিয়ে ফের সুন্দরী হয়ে উঠতে পেরেছেন হলিউড অভিনেত্রী তার পরেই তিনি জিজ্ঞেস করতেন স্তন পরীক্ষা করতে চান কি না রোগীরা রাজি হলে স্তন ও যৌনাঙ্গ পরীক্ষার নামে শুরু হত শ্লীলতাহানি, ধর্ষণ প্রক্রিয়া।
ইতিমধ্যেই লন্ডনের 6 জন মহিলা অভিযোগ জানান ওল্ড বেইলি কোর্টে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু হওয়ার পর 2013 সাল থেকে চেম্বারে বসে রোগী দেখার বন্ধ করে দেওয়া হয় প্রসিকিউটর আদালতে জানিয়েছে 2009 থেকে 2013 জুন পর্যন্ত পূর্ব লন্ডনের মনে মেডিকেল সেন্টারে এই ভাবেই 6 জন ধর্ষণ করেছেন ওই 50 বছর বয়সে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎস ক । নিজেদের মধ্যে রয়েছে 11 বয়সের একজন নাবালিকা।