ক্যালকাটা টাইম : মন্দিরের সম্পত্তি নিয়ে বিবাদ পুড়িয়ে মারা হলো পুরোহিত কেজমি নিয়ে বিরোধের জেরে মন্দিরের পুরোহিত কে পুড়িয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোন জেলা য়,সানি রাধাকৃষ্ণ মন্দির থেকে 13 বিঘা জমি চাষের জন্য পেয়েছিলেন ওই পুরোহিত মন্দিরের সম্পত্তি নিয়ে বিবাদ গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারা হলো পুরোহিত কে।
রাজস্থানের জয়পুর থেকে 177 কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে ।পুরোহিত গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পরে হাসপাতালে গেলে তার মৃত্যু হয় পুলিশ সূত্রে খবর গ্রামীণ রাধাকৃষ্ণ মন্দিরে পুজো করতে নিয়মিত যাতে তিনি পুজো আছে চালিয়ে যান তার জন্য মন্দির তাকে কেয়ারটেকার পুরোহিত নিযুক্ত করে ।মন্দির ট্রাস্ট, কিন্তু পূর্সুরি পূজা করলে যে সংসার চলে না পেটের দায়ে তাই মন্দিরে সম্পত্তি থেকে 13 বিঘা জমি মন্দিরের পুরোহিত বাবুলাল কে চাষবাস জন্য অনুমতি দেওয়া হয়েছিল। পুজো আসছে এবং মন্দিরের দেখভালের দায়িত্বে থাকা সবাইতো পুরোহিতের জমি দেওয়ায় এই প্রথার দীর্ঘকাল ধরে চলে আসছে এরকমই হয়েছিল এখানে এই ধরনের জমি গুলোকে মন্দির মাফি বলা হয়, কিন্তু জমি বিবাদের সূত্রপাত সুবিধার জন্য জমি সংলগ্ন এক টুকরো জায়গায় বাড়ি তৈরি করতে উদ্যত হন বাবুলাল পুরোহিত। জমি বানানোর সময় মাটির সমান করতে একটি বিবি ভেঙে ফেলেছিল তিনি।
তাতেই রুখে দাঁড়ান এলাকার গরিষ্ঠ মিনা সম্প্রদায় কিছু মানুষ। গ্রামের মোড়ল অবশ্য পুরোহিতের পক্ষে মত দিয়েছিল।পরে মিনা সম্প্রদায় এর সাথে পুরোহিতের ঝামেলা বেধে যায় সেই সময়ে জমা করে রাখা বাজরার গাদায় আগুন ধরিয়ে দেয়া হয় গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলেজানা যায় তড়িঘড়ি করে জয়পুরের এস এম এস হাসপাতালে ভর্তি করা হয় তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। দায়ের করা হয়েছে খুনের মামলা