দিদি ডার গেয়া আচ্ছা হ্যায় তেজস্বী সূর্য, ক্যালকাটা টাইম : বিজেপির নবান্ন অভিযান এর দিনই নবান্ন বন্ধ করে দিল মমতা ব্যানার্জি, বিজেপি মহলে প্রশ্ন তাহলে কি ভয় পেয়েছেে দিদি ? গতকাল সন্ধ্যে বেলা কলকাতা আসেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য।
পুজোর আগে আজ নবান্ন অভিযান কর্মসূচি ,যুব মোর্চার নবান্ন অভিযানের সামিল হতে কলকাতায় এলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে, বিজেপি নেতার প্রতিক্রিয়া ম,দিদি ভয় পেয়েছেন এই ভয়ে দিদির জন্য খুব ভালো। কর্মসূচিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির।
কিন্তু বিজেপির নবান্ন অভিযান এর দিনই নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়া হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার, স্যানিটাইজেশন এর জন্য বন্ধ নবান্ন।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন উনি পালাতে চেয়েছেন,আমাদের মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই পারবে না।বলেই দরজা বন্ধ করে পালাচ্ছেন আ।এত সহজে ছাড়বোনা। দুর্নীতি হিংসার জবাব দিতেই হবে,আজকের নবান্ন অভিযান কর্মসূচিতে দিলীপ ঘোষের পাশাপাশি সায়ন্তন বসু ,অর্জুন সিং, লকেট চ্যাটার্জি, বিজেপি নেতৃত্ব রাজু, সৌমিত্র খাঁ, বাবুল সুপ্রিয় সকলেই উপস্থিত থাকবেন। করোনার কারণে ইতিমধ্যেই নিরামিষ খাবার তৈরিতে প্রস্তুত হয়ে গেছে বিজেপি কর্মী সমর্থকরা।