ক্যালকাটা টাইম : সাউথ অভিনেত্রী কাজল আগারওয়াল এবার বিয়ের পিঁড়িতে, তামিল, তেলেগু , হিন্দি সিনেমার জন্য জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন বিগত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল। এবার নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি তার বিয়ের খবর জানালেন।

এ মাসেই বিয়ে অক্টোবরের আগামী 30 অক্টোবর মুম্বাই বিয়ে অনুষ্ঠান, পাত্রকে জানেন পাত্র ব্যবসায়ী এবং ইন্টেরিয়ার ডিজাইনার গৌতম কিচলু।

কাজল জানিয়েছেন মুম্বাই একটি ছোট এবং ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্য দিয়ে তার বিবাহ করছেন,বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত দের তালিকা অত্যন্ত কম আত্মীয়-স্বজন এবং কাজ হল গৌতমের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন বিয়েতে,
এদিকে কর্নার জেরে ছবির মুক্তি আটকে রয়েছে কাজল আগারওয়াল অভিনীত ইন্ডিয়া টু ছবির সেখানে তার বিপরীতে অভিনয় করেছেন কামাল হাসান পরিচালনায় রয়েছেন শংকর
কাজলের 30 এবং অক্টোবরের 24 মে বিয়ে করছেন নেহা কাক্কার।
পাঞ্জাবি গায়ক রোহন প্রীত সিং কে বিয়ে করছেন নেহা
 
			