ক্যালকাটা টাইম : বর্তমানে উত্তরপ্রদেশের ঘটনাটি কারোরই অজানা নয় এছাড়াও আমাদের সাংবাদিক বন্ধুদের কিভাবে হেনস্থা করা হচ্ছে তাও হয়তো কারো অজানা নয় , কিন্তু প্রশ্ন একটা পুলিশের কাছে নয় বিভিন্ন বিশিষ্ট শিক্ষিত নেতা-মন্ত্রীদের কাছে – রাতারাতি নোট বন্দি হতে পারে, ইউজিসির এক্সামের রায় বের হতে পারে , তাহলে কি রেপিসটা শাস্তি পেতে পারেনা , যারা রেপ করেছে তাদেরকে শাস্তি হবে না , নাকি পুলিশ তাদের বাঁচানোর চেষ্টা করছে , নাকি তারা কোনো বিশিষ্ট নেতা মন্ত্রীর কাছের লোক ছিল , প্রশ্ন এখন অনেক উঠে আসছে , সাংবাদিককে আটকানোর জন্য পুরো পুলিশ বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে সেই বাড়িটিকে , তাহলে কি পুলিশ শুধু উপরমহলের কথা শুনে কাজ করে পুলিশদের কি নিজস্ব কোন বুদ্ধি বা আবেগ নেই পুলিশ কি সত্যিই চায়না তাদের শাস্তি দিতে , বর্তমানে যে ঘটনাটি ঘটেছে এটিই প্রথম নয় , পশ্চিমবঙ্গে এরকম ঘটনা একাধিকবার হয়েছে , প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন আর সেই নেতা-মন্ত্রীদের কাজ মানুষের দুঃখ কষ্ট দূর করা রাজ্যে যাতে কোনো বাজে কাজ না হয় কিন্তু এর থেকেও কি বাজে কাজ আছে তাহলে কি বিভিন্ন রাজ্যের বিভিন্ন নেতা-মন্ত্রীরা যারা রেপ করছে তাদেরকে শাস্তি দিতে পারবেন না ,ভা
কি শাস্তি দেওয়া উচিত যারা রেপ করছে ? আর উত্তরপ্রদেশের পুলিশের কি করা উচিত ?