ক্যালকাটা টাইম : উত্তরপ্রদেশ যোগীর রাজ্যে করোনার কারণে দুর্গাপুজোয় প্রকাশ্য অনুষ্ঠান করা যাবে না বলে সিদ্ধান্ত নিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে প্রকাশ্য স্থানে, রাস্তায় প্যান্ডেল করে দুর্গাপুজোর অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন। তিনি ঘরে বসে দেবী দুর্গার আরাধনা করার আবেদন করেছেন রাজ্যবাসীকে। বাড়িতে দুর্গামূর্তি বসানোর কথাও বলেছেন। দুর্গাপুজো উপলক্ষ্যে কোনও শোভাযাত্রা, পদযাত্রা বের করা যাবে না, হবে না মেলাও।


রাজ্যে রামলীলাও পালন করতে হবে কোভিড-১৯ গাইডলাইন মেনে, করোনা সংক্রমণ যাতে না ছড়ায়, সেজন্য রামলীলা কমিটিগুলিকে সামাজিক দূরত্ববিধি মানতে হবে, হাত স্যানিটাইজ করা, মাস্ক পরা, পরিচ্ছন্নতা বিধি কঠোর ভাবে পালন করতে হবে সাধারণ মানুষকে।


লখনউয়ে পুজো সমিতিগুলি রাজ্য সরকারের গাইডলাইনের অপেক্ষায় ছিল, সেখানকার বাঙালিদের একটি সংগঠনের তরফে জানানো হয়েছে, ছোট প্রতিমা হবে। জনসমাগম নিয়ন্ত্রণ করা হবে। প্রতিদিনের পুজোয় ১০ জনের বেশি থাকবেন না। তাছাড়া আমজনতাকে ভোগ বন্টনও বন্ধ রাখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here