বাংলাদেশের পদ্মার ইলিশ এবার এদেশে। ক্যালকাটা টাইম : বাংলাদেশ ওপার বাংলা থেকে এপাড়ে বাংলায়  ঢুকলো পদ্মার ইলিশ।।সোমবার সন্ধ্যেবেলায় প্রথম পর্যায় 12 টন ইলিশ মাছ ঢুকলো পেট্রাপোল বন্দর দিয়ে ভারতবর্ষে। জানা যাচ্ছে দীর্ঘঘ এক বছর পর অসলো ইলিশ মাছ ।

Image source : internet

এপার বাংলা বাঙালি সারাবছর পদ্মার ইলিশের জন্য, তাকিয়ে থাকে এপার বাংলার বাঙালিকে ওপার বাংলার মাছ সব সময় টানে।

2012 সালে পশ্চিমবঙ্গে ইলিশ মাছ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশের শেখ হাসিনা সরকার। তবে এবার রাজ্যের ইলিশ রপ্তানির জন্য বিশেষ অনুমতি দিলেও বাংলাদেশ সরকার

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here