ক্যালকাটা টাইম :   রিয়ার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে,শেষ পর্যন্ত গ্রেপ্তার হলো রিয়া চক্রবর্তী। রবি ও সোমবার জেলার পর টানা তিনদিন পর তাকে গ্রেপ্তার করে নারকটিকস কন্ট্রোল বিউরো, অভিনেত্রী রিয়া কে 14 দিনের জেল হেফাজতের রাখার নির্দেশ দিয়েছে আদালত।রিয়ার গ্রেপ্তারের পর তার করোনা পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে সেখানে কভি ড 19 পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

টানা তিনদিন জেরার পর অবশেষে রিয়া কে গ্রেফতার করা হয়, রিয়া চক্রবর্তী কে 14 দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। আপাতত বাই কুলা জেলে বন্দী সুশান্ত প্রাক্তন প্রেমিকা ঠিকানা হয়েছে, আদালতে নারকটিকস কন্ত্রল দাবি করেন রিয়া চক্রবর্তী প্রমাণিত হয়েছে মাদকচক্রের সাথে আর ,যোগাযোগ রয়েছে। সুশান্তের জন্য মাদক কিন্তু রিয়া ।এসব কথা নিজের মুখে স্বীকার করেছেন তারপর,  গ্রেপ্তার করা হয়েছে। রিয়ার বিরুদ্ধে এমবিপিএস আইনের 4 ধারায় মামলা করা হয়েছে মাদক বিক্রি মজুদ সরবরাহের অভিযোগে মামলা ঝুলছে এরপর হোয়াটসঅ্যাপের চ্যাট নিয়োগ প্রশ্ন করা হয় রিয়াকে। জিজ্ঞাসাবাদ চলার মধ্যেই গ্রেপ্তারি, মাদক চক্র জড়িত বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর নাম উঠে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here