ক্যালকাটা টাইম : 2020 কবে শে শ হবে তার আসায় সকল পৃথিবী বাসী,২০২০ প্রাকৃতিক দুর্যোগের বছর বলে ধরে নেওয়া যেতে পারে। একের পর এক ঝড় তছনছ করে দিয়েছে বিশ্বের নানা প্রান্ত।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, আটলান্টিক সাগর ফেরত মারাত্মক ঝড় নানা ধেয়ে আসছে স্থলভাগের দিকে।

আমেরিকার জাতীয় হ্যারিকেন সেন্টার ইতিমধ্যে এই নিয়ে সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার এই ঝড়ে
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাটগরি ১ স্তরের এই হ্যারিকেন শক্তি বৃদ্ধি করে ঝাঁপিয়ে পড়বে স্থলভাহের ওপর। আপাতত এটির গতি ঘণ্টায় ৭৫ কিমি থাকলেও, পরে সেটি বাড়তে পারে।
এই ঝড়ের ফলে সবচেয়ে বড় বিপদ ‘‌হড়পা বান’‌ হতে পারে উপকূল শহরে। সমুদ্রের জলস্তর উঠে আসতে পারে। সেই হড়পা বানে ফলে দুর্বল বাড়ির কাঠামো ভেঙে গুঁড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here