কোটিপতির বস্তি । হ্যাঁ!সবথেকে বড়লোক দেশ, দেশের সবাই কোটিপতি প্রতি তিনজনের মধ্যে একজন মিলিয়নার,

কোটিপতি এবং এখানকার নাগরিকদের প্রতি তিনজনে একজন মিলিয়ন আর হয় এখানে। এর মধ্যে হাজার হাজার কোটি পতির বসবাস

মোনাকোর সম্পর্কে

 ইউরোপের শহর মোনাকো তিন দিক থেকে ফ্রান্স দ্বারা আবদ্ধএবং অন্যদিকে রয়েছে ভূমধ্যসাগর আয়তন বর্গ কিলোমিটার একটু বেশি পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভাটিকান সিটির অবস্থান এই দেশের রাজধানী ও আছে রাজধানীর নাম মোনাকো ভিলি ।রাজধানীতে প্রায় এক হাজারের মতো লোক বাস করে তবে সমগ্র পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এই দেশের জনসংখ্যা প্রায় সাড়ে ৩৪,০০০ যাদের অধিকাংশ কোটিপতি মনে করে জনগণের মাথাপিছু আয়ের প্রায় দেড় কোটি টাকা মিলিয়নিয়ার ঘনত্বের বিচারে রয়েছে শীর্ষে রয়েছে

এই দেশে প্রতি তিনজনে একজন মিলিয়নিয়ার এবং বলাই বাহুল্য এদেশের দারিদ্রতার হার শূন্য এখানে মাত্র 2 বর্গকিলোমিটার এলাকায় 12261 মিলিয়নিয়ার বসবাস করে । মিলিয়নিয়ার কমপক্ষে ৩০ কোটি টাকা আছে এছাড়া কোন দেশের জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার আছে ।

মোনাকোতে পৃথিবীর বিভিন্ন দেশেরঅন্যতম কারণ হলো মোনাকো এই দেশে কোন ইনকাম ট্যাক্স নেই এমনকি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এখানে কোন কর্পোরেশন ট্যাক্স দিতে হয় না এসব কারণে মোনাকো বিশ্বের অন্যতম এক ট্যাক্স ফ্রি হ্যাভেন এ পরিণত হয়েছে ।যেসব দেশে পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিরা কোন ধরনের আয়কর না দিয়ে তাদের সম্পদ লুকাতে পারে সে জন্যই পৃথিবীর সকল প্রান্ত থেকে অসংখ্য কোটিপতি এখানে এসে বস্তির মত গাদাগাদি করে থাকে।

বিশেষত্ব হল এখানে ইউরোপীয় ইউনিয়নের সকল সুযোগ-সুবিধা ভোগ করা যায় । কোটিপতিদের  দেশহ কারণে স্বভাবতই সকল জিনিসপত্রের দাম আকাশচুম্বী এখানকার বাসা বাড়ির দাম নিউইয়র্ক এবং হংকং এর চেয়েও অনেকবেশী মাত্র এক রুমের একটি ছোট্ট ফ্ল্যাটের দাম কমপক্ষে 12 কোটি টাকা এবং দুই তিন বেডরুমের স্বাভাবিক অ্যাপার্টমেন্টের দাম 20 কোটি থেকে দেড়শ কোটি টাকা। তবে মনে করে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে কিনতে চাইলে খরচ করতে হবে কমপক্ষে 500 কোটি টাকা আর এই দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে 2017 সাল থেকে মনাকে রিয়েল এস্টেট এর দাম বেড়েছে প্রায় 18 শতাংশ মূল্য জুয়ার আসর এর জন্য বিখ্যাত সারা পৃথিবীর কোটিপতিরা এখানকার ক্যাসিনোতে জুয়া খেলতে আসলেও নাগরিকদের জন্য ক্যাসিনোতে প্রবেশ করা আইনত নিষিদ্ধ পর্যটক ও বিদেশি নাগরিকরা এখানে জুয়া খেলতে পারবে ।

সবচেয়ে বিখ্যাত হলো মন্টে কার্লো জেমস বন্ড থেকে শুরু করে বহু হলিউড চলচ্চিত্রের শুটিং হয়েছে এখানে জন্য এই পাড়ার নাম হয়ে গেছে মন্টে কার্লো যেমন চারটি প্রধান এলাকার মধ্যে কি জাতীয় পতাকা ইন্দোনেশিয়ার পতাকা পতাকা একটু ছোট আর লাল রঙের মাত্রায় সামান্য পার্থক্য আছে দীর্ঘ 700 বছরের বেশি সময় ধরে একটি রাজপরিবার রাজত্ব করে আসছে ।এরা হাউজ অফ প্রিমারি নামে পরিচিত পরিচালিত হয়,

তবে ইংরেজি ইতালিয়ান ভাষা অত্যন্ত জনপ্রিয় নাগরিকদের চারভাগের তিনভাগ বাইরের দেশে জন্মগ্রহণ করেছে এখানকার নাগরিকত্ব পেতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে 10 বছর অবস্থান করতে হবে দেশটি দ্বৈত নাগরিকত্ব সমর্থন করেনা, পাসপোর্ট পেতে চাইলে কোন ব্যক্তিকে অবশ্যই তার নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয় বসবাস করার অনুমতি পাওয়ার জন্য অনেক টাকা খরচ করতে হবে সেজন্য স্থানীয় বেসরকারি ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা জমা রাখা এবং কমপক্ষে এক বছরের জন্য কোন বাসস্থান ভাড়া করা সহ আরো বেশ কিছু শর্ত পূরণ করতে হয়

এখানকার প্রায় সকল গাড়ি বিলাসবহুল অন্যতম নিরাপদ প্রতিটি 24 ঘন্টা কঠোর নজরদারি করা হয় এখানকার পুলিশ বাহিনীর সদস্য 515 জন শুনতে কম মনে হলেও মাথাপিছু পুলিশের বিচারে এটি সবচেয়ে বড় পুলিশ বাহিনী এখানকার একজন নাগরিকের জন্য একজন পুলিশ আছে যেমন পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হয়েও বিত্তবৈভবে শীর্ষে রয়েছে ঠিক তেমনিভাবে ভ্যাটিকানসিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও সেখানে রয়েছে নানান সব বিখ্যাত বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here