সেপ্টেম্বর মাসে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা নেওয়া হবে না। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভা থেকে স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে অনলাইন-অফলাইনে পরীক্ষার সম্ভাবনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

করণা আবহাওয়া কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়া হবে নির্দেশিকা জারি করেছে ইউজিসি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রথমে পরীক্ষা নেওয়ার দরকার নেই বলে জানানোর পরও জুলাই মাসে রাজ্যকে চিঠি পাঠানো হয় ।

সেই চিঠিতে ইউজিসির তরফে জানানো হয় পরীক্ষা নিতে হবে এ প্রসঙ্গে কেন্দ্র কে  বিঁধে মমতা ব্যানার্জি বলেন পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপাচ্ছে । পড়ুয়াদের ওপর চাপ দিচ্ছে পড়ুয়ারা মানসিক দুশ্চিন্তায় আছে পরীক্ষা নিয়ে চিন্তিত অভিভাবকরাও । কেন্দ্র পড়ুয়াদের কেন বিপদে ?

রাজ্য সরকার করণা আবহে পরীক্ষার বন্দোবস্ত করে পড়ুয়াদের বিপদে ফেলতে চায় না এদিন ভার্চুয়াল সভায় সব জানায় মুখ্যমন্ত্রী । তবে এই পরিস্থিতিতে অনলাইন অফলাইন পরীক্ষা নেওয়া যায় কিনা সে ব্যাপারে ভেবে দেখা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী ।

মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন সেপ্টেম্বর মাসে কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষা নয় । তবে পুজোর আগে পরীক্ষা নেওয়া যায় কিনা সেটা ভেবে দেখা হচ্ছে ।

কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা করতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী বলেন বাড়ির কাছাকাছি সেন্টার দেওয়া যায় কিনা দেখুন । দ্রুত সিদ্ধান্ত নিয়ে পড়ুয়াদের জানাবেন শিক্ষামন্ত্রী । এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন স্কুল নিউ ফরমান দেয় দিল্লি স্কুল আমাদের হাতে থাকায় সেটা করতে পারেনি স্কুলে কোন পরীক্ষা হবে না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here