মেসি বার্সেলোনার ছাড়া জল্পনা করছেন ইতিমধ্যে সকলেই জানে মেসি বার্সেলোনাকে জানিয়েছেন তিনি প্রায় দু’দশক ধরে ক্লাবে খেলছেন। 2019 কুড়ি বার্সা একটি ট্রফি পাইনি সব মিলিয়ে বার্সেলোনা ছাড়তে মনস্থির করে ফেলেছেন ফুটবলের রাজপুত্র।বার্সা ছাড়ার প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিয়েছেন মেসি তবে আইনি লড়াইয়ে শুরু করার ইঙ্গিত দিয়েছে বার্সেলোনাও।বার্সেলোনা জানিয়েছেন মেসেজে নথিগুলি পাঠিয়েছে তাতে তিনি চাইছেন চলতি মৌসুমে ক্লাব ছাড়তে কিন্তু যে দাবি করেছেন সাইকলজি ফুরিয়েছে প্রয়োজনীয় অর্থের পরিমাণ 700 মিলিয়ন ইউরো
লিওনেল মেসি কে ফুটবলের রাজপুত্র বলা যায়।তার অসংখ্য রেকর্ড কয়েকশো গোল ডজনেরও বেশি শিরোপা বার্সেলোনার অবদান নিয়ে সমালোচনা নেই। কিন্তু বার্সেলোনায় মেসির ভূমিকাই সবচেয়ে বেশি মিসিং মিস করি সিজনেদ অ্যাক্টর অফ ইউনিভার্সেল চ্যাম্পিয়ন লিগে বায়ান মিউনিখের কাছে লজ্জার হার এসব মিলিয়ে বাসা ছাড়তে মনস্থির করে ফেলেছেন তিনি।
শেষ পর্যন্ত আইনি জটিলতা কাটিয়ে মেসি কবে বার্সেলোনা ছাড়তে পারবেন সেটা তো সময়ই বলবে ।এখন পর্যন্ত যা খবর আসছে নিশিদল ছাড়তে চাইলেও ক্লাব ছাড় দিতে নারাজ।তবে মেসি বার্সা ছারলে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি তাকে কেনার দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে এছাড়াও ইটালির ইন্টার মিলান ফ্রান্সের পিএসজি মেসিকে পেতে আগ্রহী।