ক্যালকাটা টাইম : গডম্যান নিত্যানন্দ বারবার ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত হয়েছেন তিনি এবার আজগরের চতুর্থীর দিনে কৈলাশা রিজার্ভ ব্যাংক চালু করল নিত্যানন্দ। সারা পৃথিবী জুড়ে চলছে করোনা ভাইরাসের সংক্রমণ এইসব এর মধ্যেযে কয়েক হাজার কিলোমিটার দূরেে ছোট্ট একটি দ্বীপ কিনেছেন তার মালিক তিনি দিপটি ইকুয়েডরের উপকূলে।নিজের দেশটিও হাত নিজের হাতে তৈরি করেছেন । দেশে আজকে একটি ব্যাংক লঞ্চ করল তিনি। ব্যাংকটির নামকরণ করেছেন রিজার্ভ ব্যাংক অফ কৈলাশা
গডম্যানকে এবং কৈলাশা কোথায়? নিত্যানন্দ কৈলাশা ভারতবর্ষে একাধিক ধর্ষণে অভিযুক্ত্ত নিত্যানন্দ । নিজেকে হিন্দুদের গুরু বলে মানেন। আগের বছর নিজের ওয়েবসাইটে ঘোষণা করেন তিনি একটি দেশ কিনেছেন ছোট ছোট ছেলে মেয়ে ও নাবালিকাকে ধর্ষণ এবং অপহরণ করে আশ্রম এ আটকে রাখার মতো বহু অপরাধে অভিযুক্ত, দেশটির নাম রেখেছেন কৈলাশা। তার নিজস্বব ওয়েবসাইট www.kailaasa.org এই সাইটে পাওয়া তথ্য অনুযায়ী হিন্দু ধর্ম থেকে বিতাড়িত প্রকৃত হিন্দুরা মিলে এই দেশটিি গড়ে তুলেছেন।
নিত্যানন্দের দাবি এটি বিশ্বের সবথেকে বড় এবং একমাত্র স্বাধীন-সার্বভৌম হিন্দু রাষ্ট্র।তিনি যে দীপ্তি কিনেছেন সেই দ্বীপটিকে নিজের বলে দাবি করেছেন এবং দ্বীপটির প্রধানমন্ত্রীও তিনি। তার দাবি কৈলাসের নিজস্ব পতাকা পাসপোর্টও এমব্লেম রয়েছে