ক্যালকাটা টাইম : মরণ ভাইরাস করোনা তার টিকা আবিষ্কারে দৌড়ে ছিল বহু দেশের নাম ।কিন্তু ইতিমধ্যেই ,বিশ্বে প্রথমটিকা উৎপাদনের কাজ শুরু করে দিয়েছে রাশিয়া। এই টিটার নাম দেওয়া হয়েছে স্পুটনিক’ ভি ,হ্যাঁ উপগ্রহ কৃত্রিম উপগ্রহ নাম অনুসারে এই নামকরণ। কিন্তু এই টিকার কতটা সুরক্ষা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আমেরিকা ব্রিটেন সহ একাধিক দেশের বিজ্ঞানীরা। অন্তত কয়টি দেশ এই ভ্যাকসিনটি পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে ইতিমধ্যেই এই প্রতিষেধকের দ্বিতীয় পর্বের ট্রায়াল’ এবং পরবর্তীকালে উৎপাদন শুরু হবে দেশগুলিতে।
সম্প্রীতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি, রাশিয়ান ভ্যাকসিন সুরক্ষা ও কার্যকারিতা নিশ্চিত করতে ভারতীয় দূতাবাস বিজ্ঞানীদের সাথে সুরক্ষা ও কার্যকারিতা নিশ্চিত করতে ভারতীয় দূতাবাস বিজ্ঞানীদের সাথে যোগাযোগ রাখছে।সম্প্রীতি রুশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এ বছরের মধ্যেই সাড়ে 4 কোটির বেশি পরিমাণ প্রতিষেধক ডোজ তৈরি করতে পারবে তাদের সরকার।প্রতিষেধক তৈরি হবার পর প্রথমে সেটি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং শিক্ষদের দেওয়া হবে বলে জানিয়েছে।