চিত্র পরিচালক কে ও ছাড়ছে না করোনা ক্যালকাটা টাইম : এবার করোনাই আক্রান্ত হলেন হালিশহরের ছেলে চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীর সম্প্রীতি তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তা,বাবার কোভিদ পরীক্ষা করানো হয় রিপোর্ট নেগেটিভ আসে তবে রাজ চক্রবর্তী করোনা পরীক্ষা করেছিলেন। তার রিপোর্ট পজেটিভ এসেছে ।তিনি নিজেই টুইট করে সেই খবর জানান সকলকে।
বর্তমানে করোনাভাইরাস যে হারে দিন দিন বেড়ে চলেছে, পৃথিবীর সমগ্র দেশ গুলি ভ্যাকসিন বানানোর দৌড়ে লেগেই আছে কিন্তু কবে আসবে ভ্যাকসিন ভারতবর্ষে সেটা বলা মুশকিল। বর্তমানে রাজ চক্রবর্তী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান তবে তার পরিবারের বাকিদের পরীক্ষা করা হয়নি তার পরিবারের সকলের পরীক্ষা করানো হবে খুব তাড়াতাড়ি এটিও তিনি জানান,একদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অন্তঃসত্ত্বা হলে শুভশ্রী ও রাজের গোটা পরিবার যাতে সুস্থ থাকেন সেজন্য প্রার্থনা করছেন তাদের ভক্তরা,
 
			