পুতিনের মেয়ের দেহে প্রথম ভ্যাকসিন প্রয়োগ
ক্যালকাটা টাইম : ভ্যাকসিনের লড়াই চলছে সারা বিশ্বজুড়ে কে প্রথম ভ্যাকসিন বানাতে পারে। যে বানাতে পারবে সে হয়ে যাবে বিশ্বের দরবারে সেরা এই লড়াইয়ে এখন প্রথম পজিশনে থাকছে রাশিয়া রা।তৈরি ভ্যাকসিন কেরুজ স্বাস্থ্যমন্ত্রী পত্র দিয়েছে মঙ্গলবার। পুতিন জানান রাশিয়া ভ্যাকসিন বানিয়ে ফেলেছে,প্রেসিডেন্ট পুতিনের মেয়ের দেহে প্রয়োগ করা হয়। প্রথমেই ভ্যাকসিন তারপরে প্রেসিডেন্ট পুতিন জানান তার মেয়ে ভালো সুস্থ আছে।
প্রতিষ্ঠানের নাম “স্পুটনিক VI” কিন্তু একটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে এত কম সময়ে এত তাড়াতাড়ি যে ভ্যাকসিনটি বানানো হয়েছে সেটি কি সম্পূর্ণ ঠিক ? কি করো না সেড়ে যাবে ? রাশিয়ার শাস্ত্র মন্ত্র ছাড়পত্র দিলেও এখনো ছাড়পত্র দেয়নি কিন্তু এর এক মুখপাত্র জানিয়েছেন এই প্রতিষেধক নিয়ে রাশিয়ার সাথে কথা চলছে।
এখন দেখার হুকি ছাড়পত্র দেয় , নাকি অন্যকিছু তবে সম্পূর্ণ টি এখন মরুভূমির মরীচিকার মত। আর হু যদি ছাড়পত্র দিয়েও দেয় তাহলে সেটি ভারতে আসতে কত দিন সময় লাগবে সেটি নিয়েও অনিশ্চিত। তবে এ দৌড়ে যদি রাশিয়া প্রথম হয় সারা বিশ্ব তাহলে মনে হয় বেঁচে যাবে।