খোঁজ চলছে নতুন স্পনসরের, দ্রুত টেন্ডার ডাকবে বোর্ড
ক্যালকাটা টাইম : যেটি নিয়ে মতবিরোধ চলছিল, তার সমাপ্তি ঘটলো। আইপিএল থেকে স্পন্সর হিসেবে নিজেদের সরিয়ে নিল চিনা স্মার্টফোন সংস্থা ভিভো আইপিএল এর টাইটেল স্পন্সর হিসেবে পথেই সীলমোহর বসায় বোর্ড এর পরে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে তারপর দুদিন যেতে না যেতেই আইপিএল এর মূল স্পনসর্শিপ থেকে সরে দাঁড়ালো ভিভো কম্পানি। পূর্ব লাদাখে চিনা ভারতে সংঘর্ষের ঘটনার পর বিভিন্ন ঘটনায় ক্ষোভ বারে আইপিএলের অন্দরেই বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম অবস্থার প্রতি তাদের সিদ্ধান্তের কথা জানায় আইপিএল গভর্নিং কাউন্সিল। প্রতিবাদের ঝড় ওঠে বিরুদ্ধে বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।
2017 তে চীনা মোবাইল কোম্পানি ভিভোর সাথে চুক্তি হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। টানা অংকের পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর হয় ভিভো। প্রতি বছর আইপিএল খেলার জন্য ভিভো ভারতীয় বোর্ডকে 440 কোটি টাকা দিত। কিন্তু এখন প্রশ্ন ভিভো সরে যাওয়াতে এত বিপুল অঙ্কের স্পনসর্শিপ এই করোনা আবহকাল এ কোন সংস্থা কি দিতে ইচ্ছা প্রকাশ করবে ? সূত্রের খবর কোভিদ নাইনটিন এর আবহে এই করোনার বাজারে এত পরিমান স্পন্সরশীপের অর্থ দিতেও রাজি ছিল না vivo. খুব অল্পদিনের মধ্যেই স্পন্সরের খোঁজার টেন্ডার ডাকতে চলেছে বিসিসিআই